আজ মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর পল্টনে ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি দল লড়বে ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনার বিপক্ষে।
গতকাল (১৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। একই রাতে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা-ইরাক মুখোমখি হয়। তবে ইরাকের বিপক্ষে হেরে গেছে মেসির দেশ।
আজ বিকেল ৫টায় বাংলাদেশ ও আর্জেন্টিনা উভয়ই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে।
ফুটবলে বাংলাদেশ ও আর্জেন্টিনা সিনিয়র দল কখনও মুখোমুখি হয়নি। ১৯৮৩ সালে মারদেকা কাপে বাংলাদেশ আর্জেন্টিনার একটি দলের সঙ্গে খেলেছিল। বাংলাদেশ ক্রিকেট দল অবশ্য আর্জেন্টিনার সঙ্গে খেলার স্মৃতি রয়েছে। কাবাডিতেও বাংলাদেশের বিপক্ষে একবার খেলেছিল তারা। ২০১৬ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে মেসির দেশকে হারিয়েছিল লাল-সবুজ বাহিনী।