পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য্যের অন্যতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান এবং হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এমনকি এর অভাবে আমাদের বাংলাদেশের অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষীকী উপলক্ষে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাজু’র উদ্যোগে এই বৃক্ষ রোপন কর্মসুচী অনুষ্টিত হয়েছে।
জানা গেছে বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইলামেরগাঁও গ্রামের বর্তমান ‘শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
এসময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছ রোপন করা হয়। এসময় আয়োজক তাজুল ইসলাম সাজু জানান, ‘এ আয়োজনের উদ্দেশ্য শুধু চারা রোপণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজে তৈরী হবে গাছের প্রতি এক ধরনের মমতা যা তরুণ সমাজকে এ জাতীয় কাজে আরো উদ্বুদ্ধ করবে।’
বৃক্ষরোপণ কর্মসুচী অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র এলাকার প্রবীণ মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব মো: আব্দুস সালাম, রতন মিয়া, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরেন্দ্র চন্দ্র দাস, সহকারী শিক্ষক শামিম আহমদ, বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, পৌর সেচ্ছাসেবক দল নেতা লিলু মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, যুবনেতা ইসলাম উদ্দিন, আমীর আলী, যুবদল নেতা সফর আলী, সেবুল মিয়া, শাহ মোহাম্মদ শাহজাহান, শামসুন্নাহার পারভিন, মনজু মিয়া, এনামুল হক, জনি তালুকদার, সালা উদ্দিন বাবুলসহ প্রমুখ।