গতকাল বুধবার (৭ ডিসেম্বর) পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংর্ঘষের পর আজ বৃহস্পতিবারও (৮ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যালয়টি সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। সংঘর্ষের পর থেকে নয়াপল্টনের কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাফুলের দিকে যাওয়া এবং আসার রাস্তা বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দেখা যায়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা ঝুলছে। সকালে কোনো নেতাকর্মীকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় রয়েছে পুলিশ।
নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি গলির মুখে পুলিশ অবস্থান করেছে।
গতকাল বুধবার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির অনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। এর পর থেকেই এই সড়ক ও কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। রাত থেকে অন্তত ৫০০ পুলিশ এখানে মোতায়েন আছে।