বালাগঞ্জে লাউগাছের সঙ্গে শত্রুতা!

সিলেটের বালাগঞ্জে এক কৃষকের শতাধিক লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ফসল হারিয়ে লাউচাষী মনোরঞ্জন দেবনাথ এখন অন্ধকার দেখছেন। এবিষয়ে বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।

গত রোববার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাসামপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষক।

জানা যায়, বালাগঞ্জ উপজেলার হাসামপুর গ্রামের লাউচাষসহ বিভিন্ন রকমের সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন মনোরঞ্জন দেবনাথ। গত রোববার দিবাগত রাতে এলাকার একটি কুচক্রী মহল রাতের আঁধারে লাউগাছগুলো কেটে দেয়। মনোরঞ্জন দেবনাথ এর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল এই লাউ বাগান।

লাউচাষী মনোরঞ্জন দেবনাথ বলেন, আমার কোন দুশমন নাই, আমি এই জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করে বিক্রি করে সংসার চালাই। কেন আমার এমন ডাকাতি হলো জানি না। তিনি এমন অমানবিক ঘটনার সুষ্টু তদন্ত ও দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিসার মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনোরঞ্জন দেবনাথ একজন সফল কৃষক। কে বা কারা রাতের আধাঁরে তার শতাধিক লাউগাছ মূল থেকে কেটে ফেলেছে। আমরা হিসেব করে দেখেছি ওনার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে বিভিন্ন ধরনের বীজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি।

বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তকুর রহমান মফুর বলেন, ‘মনোরঞ্জন দেবের ক্ষতির বিষয়টি শোনে খুবই কষ্ট পেয়েছি। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। আমি সব সময় মনোরঞ্জন বাবুসহ সকল কৃষকদের পাশে আছি।’

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়া গেছে। আমরা দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।

সিলেট ভয়েস/এএইচএম