হবিগঞ্জের বানিয়াচংয়ে সখি ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২’শ অসহায়-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা সদরের সাগর দিঘির পূর্বপাড় সখিনা খাতুন এর চৌধুরী ভিলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আমিমুল এহসান ইমাদের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মো. আরফান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মহিলা সদস্যা আকলিমা খাতুন, বাবুল মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তাগণ সখি ফাউন্ডেশনের চেয়ারম্যান বৃটেন প্রবাসি সখিনা খাতুন এর ভূয়সী প্রশংসা করেন এবং সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, বন্যা শুরু থেকে সখি ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সদর থেকে শুরু করে বানিয়াচং উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও প্রতি বছর রমজান মাসে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী, ঈদ উল ফিতর ও ঈদ উল আযহায় ঈদ সামগ্রী বিতরণ করছে সখি ফাউন্ডেশন।