বানিয়াচংয়ে শিক্ষক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রভাষক উৎপল সরকারকে হত্যা ও অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী। সঞ্জু দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, প্রবীণ শিক্ষক বিপুল ভূষণ রায়,

অধ্যক্ষ স্বপন কুমার দাশ, অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিটন চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক নির্মল আচার্য, রত্মা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, রানা লাল দাশ, জাকির হোসেন মহসিন, মাহমুদুর রহমান সিজিল, আলী রহমান, অঞ্জন রঞ্জন দেব,

ইমতিয়াজ বশির, হরিপদ বৈষ্ণব, তাবেদুল ইসলাম, আব্দুল্লাহ মিয়া, মহিতোষ দাশ, জবা পাল, বীরেশ সরকার, নিটু আচার্য, রাশেদুল ইসলাম, শাব্বীর আহমদ শিবলী, শাওন মহারত্ন, উপেন্দ্র দাস, উত্তম দাশ, গৌর হরি দাশ, রিপন দাশ, রুমেন চৌধুরী ও মিজানুর রহমান প্রমুখ।

এ মানববন্ধনে অংশ গ্রহণ করে একাত্মতা ঘোষণা করেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মখলিছ মিয়া।

বক্তাগণ বলেন, শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে হলে প্রভাষক উৎপল সরকারের হত্যাকারীদের ফাঁসি এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। কোন ক্ষেত্রে খুনিরা আস্কারা পেলে সমাজে একের পর এক খুন ও নির্যাতনসহ বিভিন্ন অপরাধ বহুলাংশে বেড়ে যাবে।