হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রথমবার একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে কোনরকম সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এ নির্বাচনে ৫ হাজার ৪শ’ ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন।
বুধবার (১৫ জুন) এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরমান ভূঁইয়া। নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মো. রেখাছ মিয়া (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭শ’ ৭০ ভোট।
এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী শেখ মো. মোয়াজ্জেম হোসেন (আনারস) পেয়েছেন ২ হাজার ২শ’ ৯৩ ভোট ও ইত্তেহাদ হোসেন মুবিন (ঘোড়া) পেয়েছেন ৫শ’ ৫২ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার মো. আরমান ভুঁইয়া বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্ন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। নির্বাচন চলাকালীন কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।
নির্বাচন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার এস এম মুরাদ আলি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি সর্দার আজিমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, কোষাধ্যক্ষ মো. আব্দাল মিয়া, দফতর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন ও লিলু আহমেদ।