হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সিলেট উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটি। রোববার (১৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫০ জন বন্যার্ত নারী-পুরুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী। সাবেক ছাত্রলীগ নেতা মো. হাবিবুর রহমান চৌধুরী হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও দুবাই’র ব্যবসায়ী বদরুল ইসলাম চৌধুরী সিআইপি।
এসময় আরও বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. দরবেশ আলী, সহ-সভাপতি আব্বাস উদ্দিন, সদস্য জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, শ্রমিক নেতা মো. শাহেদ মিয়া ও দুবাই প্রবাসী লিমন মিয়া।
সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী বলেন, সিলেট উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটি সিলেটে বন্যার্তদের জন্য ২২ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি বানিয়াচংয়ের বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।