যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রশাসন।
সোমবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিল,আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত, সকাল ৯টা থেকে শুরু করে স্থায়ীভাবে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ, শোক র্যালি ও মৌন মিছিল, আলোচনা সভা, জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও যুব ঋণ বিতরণের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দপ্তর ও সংগঠনের নেতৃবৃন্দ।
পুস্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলা পরিষদের মাঠ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক র্যালি ও মৌন মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, সাব-রেজিস্ট্রার মোস্তফা মো. ইসমত পাশা, সুফিয়া-মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. খবির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেবসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।