সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে দেশ-বিদেশে থাকা সাবেক শিক্ষার্থী সংগঠন ‘আমরা-৯৩’র উদ্যোগে বন্যা কবলিত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) দিনব্যাপী উপজেলার ১নং উত্তর-পূর্ব ও ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের বিভিন্ন গ্রামে ‘আমরা-৯৩’ এর বানিয়াচং উপজেলার এডমিন ও সিলেট বিভাগের সমন্বয়কারী উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মো. ছায়েব আলীর নেতৃত্বে বন্যা কবলিত অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবণ, সেমাই ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বন্যা শুরু হওয়ার পর ‘আমরা-৯৩’ এর এডমিন ওমর ফারুকের নেতৃত্বে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় প্রথম সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ত্রাণ সামগ্রীবিতরণ করা হয়েছে।
তারা বলেন- ‘আমরা ৯৩’ সবসময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পর্যায়ক্রমে ‘আমরা ৯৩’ এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ‘আমরা-৯৩’র মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তারা।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- মো. আবু ইউসুফ, মো. আসাদুজ্জামান খান, মো. হাসমত আলী, আবুল মনছুর তুহিন, মো. শাহজাহান মিয়া, মো. মঈন উদ্দিন, মো. সিলু মিয়া, মো. মহিবুর রহমান মবু, মো. সুবেদ আলী, মো. আব্দাল মিয়া, তাজুল ঠাকুর ও আ. শহীদ প্রমুখ।