যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় বানিয়াচং উপজেলার সুফিয়া মতিন মহিলা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (১৫ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে শোক দিবসের আলোচনা, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ
কলেজ অধ্যক্ষ সুলতান আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রভাষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ প্রভাষক (বাংলা) ছালামত আলী খান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে উপস্থিত ছাত্রবৃন্দকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যত জীবন গঠনের আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন প্রভাষক ফেরদৌসী রহমান (ইসলামের ইতিহাস), রজত কান্তি দাস (অর্থনীতি ও সুশাসন), তামান্না আক্তার মিয়াজী (সমাজ বিজ্ঞান), রহমতুল বারি (ইংরেজি), দেবু ভট্টাচার্য (হিসাব বিজ্ঞান) ও নিপেন্দ্র চন্দ্র দাস (পদার্থ বিজ্ঞান) প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফিয়া মতিন মহিলা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন অত্র কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ ভূঁইয়া।