হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে ৭শ’ জন কৃষককে ১ মেট্রিক টন ৭ কুই. এর প্রত্যেককে ৫ কেজি রুপা আমন বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এতে সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, কৃষি এবং কৃষকই দেশের সম্পদ। কৃষকদের কৃষিকাজ সহজলভ্য করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও আধুনিক যন্ত্রপাতি প্রদান করছেন। ফলে শ্রমিক সংকটের পরও প্রায় পৌণে দুইলাখ মেট্রিকটন বোরো ধান কর্তন করে ঘরে তুলেছেন কৃষকরা।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিনামূল্যে কৃষকদের সার ও উচ্চ ফলনশীল বীজ বিতরণ করে আসছে। কৃষকদের উচিত সরকারের বিনামূল্যে দেয়া এসব সার ও উচ্চফলনশীল বীজ-এর সঠিক ব্যবহার নিশ্চিত করে বাম্পার ফলন ফলিয়ে দেশের খাদ্যের স্বয়ংস্ম্পূর্ণতাকে অব্যাহত রেখে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা।
তিনি আরও বলেন, ‘আমি জনগণের প্রতিনিধি হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ অবকাঠমোতে বৈপ্লবিক উন্নয়ন করেছি। আমি নিজেও একজন কৃষকের সন্তান, তাই কৃষকের কষ্ট আমি অনুধাবন করতে পারি। সেজন্য কৃষাণ কৃষাণীর সুবিধার্তে এক গ্রাম থকে আরেক গ্রামের রাস্তা পাকাকরণ, হাওরে হাওরে রাস্তা নির্মাণের ব্যবস্থা করেছি, যাতে করে কৃষকের ফসল কম খরচে ঘরে তুলতে পারেন। আজ থেকে ২০ বছর আগে কেদার প্রতি ধান হতো ১০ মন, আর বর্তমানে প্রতি কেদারে ধান হচ্ছে ২৫ থেকে ৩০ মন। ফলে কৃষকের উন্নতির পাশাপাশা সরকারও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আসুন আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা রাষ্ট্রনায়ক করে উন্নত বাংলাদেশ গড়ে তুলি।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সিনিয়র নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, শ্রমিক লীগ নেতা আবু হাসান চৌধুরী সেবুলসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।