হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফের সংঘর্ষে মঈনুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মহিলাসহ অন্তত ১০ জন।
সোমবার (২২ মে) বিকেলে উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে বুকে টেটাবিদ্ধ হন মঈনুল ইসলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি মারা যান। নিহত মঈনুল ইসলাম টুপিয়াজুরী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, তাজুল ইসলাম জনসাধারণের চলাচলের রাস্তায় একটি স্যানেটারি ল্যাট্রিন বসায়। এ নিয়ে তার ভাই নুরুল ইসলাম প্রতিবাদী হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে মঈনুল বুকে টেঁটাবিদ্ধ হলে তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাত তিনটার টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে উপজেলায গত দুই মাসের ব্যবধানে একাধিক সংঘর্ষের ঘটনায় আরো ৬ জনের প্রাণহানির ঘটে। এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সিলেট ভয়েস/এএইচএম