‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদিপ কুমার দেব এর সঞ্চালণায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিন।
সভাপতির বক্তব্যে পোনামাছ নিধনকারীর বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
এসময় তিনি বলেন, ‘বানিয়াচং উপজেলা একটি হাওরবেষ্টিত এলাকা। যেখানে মৎস্যে স্বয়ং সম্পূর্ণ থাকার কথা। সেখানে মাছের আকাল হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো কিছু লোভী প্রকৃতির লোক টাকি, শৌল, গজারসহ বিভিন্নজাতের মাছের পোনা মেরে মাছের সমৃদ্ধি থেকে বঞ্চিত করছে। আমাদের দেশীয় মাছ প্রজনন বৃদ্ধিতে সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বড়বড় বিল সেচকারীদের বিষ মিশিয়ে মাছ নিধনকারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে। পোনা মাছ আহরণ ও বিক্রি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি মাছ রক্ষায় সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পোনা নিধনকারী, কারেন্ট জাল ও বিভিন্ন ধরণের চায়না জাল দিয়ে মাছ আহরণকারীদের বিরুদ্ধে সচেতন মহলকে কঠোর হওয়ার আহবান জানান তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন ও সিনিয়র সহ-সভাপতি শামিম চৌধুরী, মৎস্য চাষী, মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানের মধ্য থেকে তিনজনকে পুরষ্কার প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনাও অবমুক্ত করা হয়।
মৎস্যখাতে বিশেষ অবদান রাখায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে মৎস্য বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।