হবিগঞ্জের বানিয়াচংয়ে জুয়া খেলার অপরাধে নগদ অর্থ ও খেলার উপকরণসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল- উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ যাত্রাপাশা গ্রামের মৃত ছিফত মিয়ার পুত্র বেনু মিয়া (২৬), ফুল মিয়ার পুত্র রাহিদুল মিয়া (২২), কদ্দুছ মিয়ার পুত্র মজিবুর মিয়া (২৫), আবদাল মিয়ার পুত্র সুহেল মিয়া (৩৪), ভুট্টু রবিদাসের পুত্র গোপাল দাস (২০) ও মৃত চান মিয়ার পুত্র জিসান আহমেদ সুমন (২১)।
শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত রাত প্রায় ২টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিব, শামছুল আরেফিন এবং এএসআই আব্দুল খালেক যৌথ অভিযান পরিচালনা করে আসামিদের নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, আটককৃত চিহ্নিত জুয়াড়িরা নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রায়ই জুয়াড় আসর বসিয়ে একে অপরের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। মোকামহাটি গ্রামের জুয়ার আসর থেকে নগদ ৫হাজার ৬’শ ৪০টাকা ও জুয়া খেলার উপকরণসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামিদের আজ দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় মাদক, জুয়া, চুরিসহ সকল অপরাধ কর্মকাণ্ড রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।