বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপিত

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।

উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদিপ কুমার দেব এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন ও সিনিয়র সহ-সভাপতি শামিম চৌধুরী, মৎস্য চাষী, মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানের মধ্য থেকে তিনজনকে পুরষ্কার প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

মৎস্যখাতে বিশেষ অবদান রাখায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনকে মৎস্য বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।