হবিগঞ্জের বানিয়াচংয়ে “ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫মে) দুপুরে উপজেলা সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়িত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. এনামুল হক, সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম প্রধান, উপজেলা কো-অর্ডিনেটর (এফআইবিডিপি) লিপি আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুব্রত রায়, চেয়ারম্যান মো. শামসুল ইসলাম, মো. হায়দারুজ্জামান ধন মিয়া, মো. মিজানুর রহমান, মো. আনোয়ার হোসেন, ডা. ইলিয়াস একাডেমির প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ আলী সাহেদ প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান সমাপনী বক্তব্যে উপজেলার সার্বিক পুষ্টির চিত্র উন্নয়নে স্বাস্থ্য বিভাগসহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটিতে অর্ন্তভূক্ত অন্যান্য সকল বিভাগকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং এক্ষেত্রে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ও সার্বিক সফলতা প্রত্যাশাও করেন।