সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৮ মার্চ) সকাল ১১টায় র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
এসময় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, ব্র্যাকের ডেপুটি ম্যানেজার সাবরিনা জান্নাত, তথ্য আপা কর্মকর্তা নুপুর রাণী দেব, এসআই হাজেরা বেগমও সাংবাদিক শেখ নুরুল ইসলামসহ নারী নেত্রীবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, পুরুষ এবং নারীর মধ্যে কোন প্রতিযোগিতা নয় একে অপরের সহায়ক শক্তি। একজন নারীই পারেন সংসারকে সুখের এবং স্বাচ্ছন্দময় করতে। আর রাষ্ট্রের সকল ক্ষেত্রে নারীদের অধিকার দেওয়া হচ্ছে।
যেসব নারী এবং পুরুষ তাদের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেন তারা আর মানুষ থাকতে পারেন না। এ ক্ষেত্রে উভয় শ্রেণিকে আগে সত্যিকারের মানুষ হতে হবে। তাহলেই সমাজে শান্তি বিরাজ করবে।