বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকালে শরীফ খানী বুরুজ পাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে প্রায় শতাধিক ফলদ বৃক্ষ রোপণ করা হয়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসাইন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মোত্তাকিন বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু। এসময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি শামীম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান সাগর, কোষাধ্যক্ষ শেখ মোঃ আলমগীর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, আব্দুল মালিক, খোরশেদ আলম, ইউপি সদস্য রেজওয়ান হোসেন মামুন, সাবেক সদস্য ইশতেয়াক হোসেন লেমন, মিজানুর রহমান মিজান ও সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, জলবায়ু রোধে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। নির্মল অক্সিজেন পেতে হলে বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে বানিয়াচং মডেল প্রেসক্লাব প্রতি বছরের ন্যায় এবারও কর্মসূচি হাতে নেয়ায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেনের সাথে সাথে ফল ও জ্বালানী দেয়। বৃক্ষকে আমাদের পরিচর্চা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এ দেশটা সবুজের সমারোহ হয়ে যাক। এ ক্ষেত্রে মডেল প্রেসক্লাব এক যুগান্তকারি পদক্ষেপ নিয়েছে।
ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বলেন, মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সৃজনশীল কার্যক্রম করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এজন্য নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।