সরকারের নির্দেশনায় বানভাসি মানুষের জন্য যা কিছু করা দরকার, তার সব কিছুই করা হবে- এমন মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ।
রোববার দুপুরে সিলেটের কোম্পানিগঞ্জে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, মানুষের সেবার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা চালাবে। ফোর্স পাঠিয়ে প্রত্যন্ত এলাকার দুর্গত মানুষের মাঝে খাদ্য, ঔষধ ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, অনেকেই দুর্গত মানুষকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে; সেই বিষয়টি সেনাবাহিনী অর্গানাইজ করছে সেনাবাহিনী।
শুধু বন্যার সময় নয়, বন্যা পরবর্তী দুর্ভোগ লাঘবে কাজ করার জন্য সেবাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
পরে সেনাপ্রধান সুনামগঞ্জ থেকে সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীর সাথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দেখা করেন। এসময় উদ্ধার হওয়া ২১ শিক্ষার্থী সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।