ফিফার কল্যাণে শুধু কাপ ছুঁয়ে দেখেছেন কিন্তু কখনও বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। তবু ফুটবল বিশ্বকাপে এ দেশীয় সমর্থকরা বরাবরই থাকে আলোচনায়। যদিও বাংলাদেশি সমর্থকদের নিয়ে এবার বিশ্ব মিডিয়ার আলোচনা ছিল একটু বেশিই। বিশেষ করে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে কেন বাংলাদেশিদের মধ্যে এত উত্তেজনা- তা নিয়ে ফুটবল বিশেষজ্ঞরা রীতিমত অনুসন্ধানে নামেন।
যা নজর এড়ায়নি বিশ্ব চ্যাম্পিয়ন আলবিসেলেস্তা কোচ লিওনেল স্কালোনিরও। এবার সে বিষয়ে মুখ খুললেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।
কাতার বিশ্বকাপ শেষ হওয়ার দেড়মাস পার হয়েছে। কিন্তু অন্যতম জনপ্রিয় আসরটিকে ঘিরে ঘটে যাওয়া নানা বিষয়ে এখনও আলোচনা চলছেই। খুদে জাদুকরকে ঘিরে সারা বাংলাদেশে এত উন্মাদনায় অভিভূত হয়েছেন তিনি। এ প্রসঙ্গে কথা বলেছেন নিজ দেশের ওলে পত্রিকার সঙ্গে।
বাংলাদেশ প্রসঙ্গে ব্যক্তিগত সর্বোচ্চ দু’বার গোল্ডেন বল-জয়ী মেসি জানান, ‘হ্যাঁ, আমি তাদের (বাংলাদেশের) সমর্থন দেখেছি। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা, এটি সত্যিই দারুণ।’
বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনার সাধারণ মানুষ অনেক উপভোগ্য সময় কাটিয়েছে। ৩৬ বছরের শিরোপাখরা কাটানোয় তাদের মুহূর্তগুলো হয়ে ওঠে আরও রঙিন। এতে দুঃখ–দুর্দশা ভুলে এ সময়ে তারা শুধু ফুটবল নিয়ে ভাবতে পেরেছে। আর্জেন্টিনার সাধারণ মানুষদের নিয়ে এ কথা বলার পরই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গটি উঠে আসে।
এর আগে, বাংলাদেশি সমর্থকদের উদযাপন আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল দলের টুইটারেও জায়গা করে নেয়। সে সময় স্কালোনি বাংলাদেশকে নিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয়, প্রথমে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এমন সমর্থন আছে জেনে আমি গর্বিত। শুধু বাংলাদেশেই নয়, অন্য অনেক দেশের মানুষও আমাদের সমর্থন করে।’