বাংলাদেশ স্কাউটস্ কোম্পানীগঞ্জ উপজেলার বার্ষিক কাউন্সিল

বাংলাদেশ স্কাউটস্ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার বার্ষিক কাউন্সিলের (ত্রৈ-বার্ষিক) সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা শাখার সহকারি কমিশনার হিফজুর রহমান খান।

উপজেলা শিক্ষা অফিসার মো. জহিরুল হকের সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস্, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মুহম্মদ আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামান আহমদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর স্বদেশ চন্দ্র পাল, ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস্, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কমিশনার মিঃ শংকর চন্দ্র দাশ।

এসময় ২০২২-২০২৫ সেশনের জন্য বাংলাদেশ স্কাউটস্ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত নির্বাহী কমিটির তালিকা :

সভাপতি : লুসিকান্ত হাজং, উপজেলা নির্বাহী অফিসার, কোম্পানীগঞ্জ, সিলেট।
সহ-সভাপতি : মি. শংকর চন্দ্র দাশ, প্রধান শিক্ষক, কোম্পানীগঞ্জ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।
মো. বদিউজ্জামান আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোম্পানীগঞ্জ।
মো. জহিরুল হক, উপজেলা শিক্ষা অফিসার, কোম্পানীগঞ্জ।
শাহ গোলাম নবী, অধ্যক্ষ, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ, কোম্পানীঞ্জ।
মি. বরুন রায়, প্রধান শিক্ষক, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোম্পানীগঞ্জ।
কমিশনার : মো. জাহের আলী, প্রধান শিক্ষক, দলইর গাঁও উচ্চ বিদ্যালয়, কোম্পানীগঞ্জ।
কোষাধ্যক্ষ : মো. জয়নাল উদ্দিন, প্রধান শিক্ষক, কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, কোম্পানীগঞ্জ।
সম্পাদক : মুহম্মদ আমিনুর রহমান, সহকারি শিক্ষক, পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
যুগ্ম সম্পাদক : মি. বিপুল রঞ্জন সরকার, প্রধান শিক্ষক, নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি (মাধ্যমিক) বিউটি বেগম, প্রধান শিক্ষক, ঢালারপাড় উচ্চ বিদ্যালয়, কোম্পানীগঞ্জ; মো. আমির হোসেন, প্রধান শিক্ষক, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়; গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি (প্রাথমিক) দিলারা বেগম, প্রধান শিক্ষক, টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোম্পানীগঞ্জ; শাহরিয়ার আল আজাদ, প্রধান শিক্ষক, খায়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোম্পানীগঞ্জ।