ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশ থেকে পাচার হওয়া এক কোটি রুপি মূল্যমানের ১৪টি সোনার বার উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। শনিবার শিলংয়ের কাস্টমস কর্মকর্তারা সোনা পাচারের এই ঘটনার সাথে জড়িত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে শনিবার বাংলাদেশ থেকে পাচার করা বিপুল পরিমাণ সোনার চালানসহ একটি গাড়ি গুয়াহাটিতে নিয়ে যাওয়া হবে বলে গোয়েন্দারা বিশ্বস্ত সূত্রে তথ্য পান। পরে কাস্টমস কমিশনারের নেতৃত্বাধীন কর্মকর্তারা শিলংয়ের ঝালুপাড়ায় একটি মাহিন্দ্রা এক্সইউভি-৫০০ এসইউভি আটক করেন।
গাড়িটিতে একজন যাত্রী ছিলেন, যিনি আসামের রাঙ্গিয়া এলাকায় ব্সবাস করেন। তবে তিনি জন্মসূত্রে পশ্চিমবঙ্গের নাগরিক।
শিলংয়ের কাস্টমস কমিশনারের (সিসিপি) কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বিদেশ থেকে আনা চোরাচালানের সোনা তার কাছে ছিল বলে স্বীকার করেছেন। পরে দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১৪ পিস সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার মোট ওজন এক কেজি ৬৩২ গ্রামের বেশি। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি ১ লাখ ৭৮ হাজার ৩২৬ রুপি।
একজন মধ্যস্থকারী ওই ব্যক্তির কাছে ৭ পিস সোনার বার হস্তান্তর করেছিলেন বলে জানিয়েছেন। তার কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সিসিপির কর্মকর্তারা ঝালুপাড়া থেকে মধ্যস্থকারীকে গ্রেপ্তার করেন। তিনি শিলংয়ের বড়বাজারের একটি দোকানে এক নারীর কাছ থেকে সোনাগুলো সংগ্রহ করেন বলে জানান।
পরে ওই দোকানে অভিযান চালিয়ে আরও সাড়ে ৯ লাখ রুপি উদ্ধার করা হয়। এই অর্থ চোরাচালান করা সোনা বিক্রি থেকে পাওয়া বলে ধারণা করা হচ্ছে। সিসিপির কর্মকর্তারা দোকান থেকে উদ্ধার করা অর্থও জব্দ করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত নারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোনার ওই চালান ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মেঘালয়ের শিলংয়ে পাচার করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এই ঘটনার সাথে জড়িত তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্ত চলমান আছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে, গত মাসে সিসিপি শিলংয়ের কর্মকর্তারা জারাবাত এলাকা থেকে মারুতি-৮০০ সিসির একটি গাড়ি জব্দ করেন। ওই গাড়ি থেকে শিলংয়ে চোরাচালান করা ৫৮২ দশমিক ৭০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ির এক যাত্রীকেও গ্রেপ্তার করে সিসিপি।
সূত্র : হিন্দুস্তান টাইমস।