বর্ডার হাট দুই দে‌শের বন্ধুত্বকে সুদৃঢ় করবে : ভারতের হাইকমিশনার

ভারত-বাংলাদেশের মধ্যে বর্ডার হাট চালু হওয়ার মাধ‌্যমে দুই দে‌শের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন ভারতের হাই ক‌মিশনার প্রণয় ভর্মা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর সা‌ড়ে ১২টায় সুনামগ‌ঞ্জের দোয়ারাবাজার উপ‌জেলার বাগানবা‌ড়ি রিং‌গো বর্ডার হাট প‌রিদর্শন করেন তিনি।

ভারতের হাইক‌মিশনার প্রণয় ভর্মা বলেন, ভারত বাংলাদেশের সাথে আমাদের যে বন্ধুত্ব রয়েছে বর্ডার হাটগুলোর মাধ্যমে তার আরও সুদৃঢ় হবে এবং আরও বাড়বে। বর্ডার হাট গু‌লোর মাধ‌্যমে দুই দে‌শের অর্থনী‌তি‌তে সহায়ক ভুমিকা পাল‌ন করবে। হাটগুলো স্থাপন হওয়ার মধ্য দিয়ে দুই দেশের সীমান্তবর্তী মানুষের কর্মসংস্থান হবে।

এসময় তিনি বিজয় দিব‌সে দে‌শের মানুষ‌কে শু‌ভেচ্ছা জা‌নান এবং বিজয় দিবস বাংলা‌দে‌শের জন‌্য গুরুত্বপূর্ণ এক‌টি দিন বলে মন্তব্য করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পুলিশ সুপার মো. এহসান শাহ প্রমুখ।