বন্যার্তদের মাঝে কদমতলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের খাবার বিতরণ

সিলেটে কদমতলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সদস্য ও দু’জন প্রবাসীর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) নগরীর দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ডের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এ খাবার বিতরণ করেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন।

খাবার বিতরণকালে কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের সম্পদ, তারা সুদূর প্রবাসে থেকেও সব সময় দেশের কথা চিন্তা ভাবনা করেন। বিভিন্ন দুর্যোগে প্রবাসীরা বিপদগ্রস্ত মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মধ্যে খাবার বিতরণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

তিনি বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তায় প্রবাসীদের মত সমাজসেবী ও দানশীল ব্যক্তি ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।