সমাজে শান্তি শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে উপজেলা পর্যায়ে আয়োজিত সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৩ টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা প্রশাসন ও উপজেলা সামাজিক সম্প্রতি কমিটি’র আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সীমা শারমিন।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী কাজী রিয়েল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা দেবনাথ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনি বেগম, মশাহিদ আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছালিম আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়াত হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ প্রমুখ।
শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা পর্যায়ে তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।