ফেঞ্চুগঞ্জে শিক্ষক দিবস পালিত

সিলেটের ফেঞ্চুগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ নুরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম বলেন, শিক্ষকরা সমাজে আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করছেন। আমাদের সকলের শ্রদ্ধার জায়গা হলো শিক্ষক সমাজ। শিক্ষার গুনগত মানের প্রতি দৃষ্টি রেখে যেতে হবে। শিক্ষক হিসেবে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে হবে।

জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সীমা শারমীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দীন, কাসিম আলী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিছবাউর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ আব্দুল জলিল, উপাধ্যক্ষ মাওলানা মহি উদ্দীন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন পাল, সাধারণ সম্পাদক মনসুর আলী, শিক্ষক আজিজুর রহমান মুক্তা, প্রধান শিক্ষক আব্দুস শহীদ, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ মশাহিদ আলী বালিকা মাদ্রাসার সুপার ছারিম আহমেদ ও গীতা পাঠ করেন শিক্ষক মিলন কুমার দাস।

এর আগে সকালে শিক্ষক দিবসের বর্ণাঢ্য র‍্যালি ফেঞ্চুগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে সমাপ্ত হয়।