সিলেটের ফেঞ্চুগঞ্জে স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্চ অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট ও জাহানারা সেন্টার (নারীদের জন্য) এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্চ অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশন ও ইসলামিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান স্যার এনাম উল ইসলাম।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম মানিক, গোলাম সাইফ উদ্দিন আহমদ, দৈনিক সমকালের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি এস এম মামুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্স সেন্টারের ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম, আবুস সালাম, হাজী আব্দুল জলিল গ্র্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন জাফরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী আব্দুল জলিল গ্র্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন ওমর আলী। স্বাগত বক্তব্য দেন স্যার এনাম উল ইসলাম ইসলামিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর নজরুল ইসলাম মিতন।
এর আগে সকাল ১১টায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের কর্ণধার স্যার এনাম উল ইসলামের কনিষ্ঠ পুত্র ইনকিয়াদ মো. ইতিহাদ ইসলাম।