ফেঞ্চুগঞ্জে অবসরপ্রাপ্ত ২৩ শিক্ষককে সম্মাননা

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. কবির আহমদ বলেছেন, সমাজের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি একটি সুন্দর সমাজ বিনির্মানে শিক্ষক সমাজের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শুধু অবসরে গিয়েছেন সেটা চিন্তা না করে নিজেদের শিক্ষার প্রসারে আরও ব্যস্ত রাখতে হবে। আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ।

ফেঞ্চুগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি পার্টি সেন্টারে আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি মিছবাহুর রহমান।

সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ও যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুক্তার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, শিক্ষাবিদ কবি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন দাস, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতাহার, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, প্রাক্তন শিক্ষক ময়ুব আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিল, সৈয়দ রিয়াছত আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ বি এম কিবরিয়া মঈনুল।

সম্মাননা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও সূধীজনরা উপস্থিত ছিলেন। এসময় ২৩ জন প্রাক্তন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।