বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বুধবার (২০ জুলাই) গণভবনে সাক্ষাৎকালে নেতৃবৃন্দ স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে বৈশ্বিক এই সংকটময় মুহূর্তে সকল পরিস্থিতি মোকাবেলা করে দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং মানুষের স্বাভাবিক জীবনমানের উন্নয়নের জন্য শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের প্রশংসা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর সাথে ঘণ্টাব্যাপী সাক্ষাতে সাম্প্রতিক সময়ে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বন্যা মোকাবেলা এবং উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী প্রেরণ এবং বন্যার্তদের বিশেষ সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রেরণের জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক ২০ হাজার পাউন্ডের ফান্ড সংগ্রহ করা হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী জাতিসংঘ সফরের সময় লন্ডন সফর করবেন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক প্রবাসী বাঙালিদের জনসভায় যোগদানের সদয় সম্মতি জানিয়েছেন।