প্রধানমন্ত্রীর কারিশমায় শান্তিপূর্ণভাবে বিশ্বকাপ ফুটবল খেলা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, বিশ্বকাপ ফুটবলে সমর্থকদের মধ্যে ফাইনালে কোথায়ও মারামারি ও ভাঙচুর হয়নি। এবারই প্রথম সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হয়েছে। এটাই বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার কারিশমা।
সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে ওবায়দুল কাদের বলেন, আয়োজন সাদামাটা হলেও এবারের আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে উপস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। দেশের দায়িত্ব আবারও নেয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগ।
সেতুমন্ত্রী আরও বলেন, অতীতে বিএনপি, গণতন্ত্র ধ্বংস করলেও গণতন্ত্র মেরামত করেছে আওয়ামী লীগ। এই রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তারা কীভাবে রাষ্ট্র মেরামত করবে?
ওবায়দুল কাদের আরও বলেন, জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠক হওয়ার রেওয়াজ আছে। তাই ২২তম জাতীয় কাউন্সিল সফল করতে প্রস্তুতি সভা। জাতীয় কমিটির সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে উপস্থিত থাকতে হবে।
আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সম্মেলন। সম্মেলন সফল করতে এরই মধ্যে করা হয়েছে বেশ কিছু প্রস্তুতি কমিটি। এবার জাতীয় কমিটির মোট সদস্য সংখ্যা ১৮০ জন।