প্রধানমন্ত্রীর উপহার পেল শ্রীমঙ্গলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে শ্রীমঙ্গলের উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সম্পাদক বিকুল চক্রবর্তী।

এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫৫ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ের ১৫০ জন ছাত্রীকে ২ হাজার ৪০০ টাকা করে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৭০ জনকে ৬ হাজার টাকা করে ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ৩০ জনকে ৯ হাজার ৬০০ টাকা করে মোট ২৫০ জন শিক্ষার্থীর মাঝে ১০ লক্ষ ৬৮ হাজার টাকা শিক্ষাবৃত্তির অর্থ সহায়তা প্রদনা করা হয়।