অসহযোগিতা নিয়ে ইসি’র কোন অবজারভেশন থাকলে ব্যবস্থা নেবে পুলিশ: সিলেটে আইজিপি

নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের অসহযোগিতা নিয়ে নির্বাচন কমিশনের কোন অবজারভেশন থাকলে সে অনুযায়ী ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, বিভিন্ন সময় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়, এক্ষেত্রে পুলিশ বাহিনী সোচ্ছার রয়েছে।

শনিবার ( ৫ নভেম্বর) সকালে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালের ৩ ও চারতলা সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স রয়েছে। তবে মাদকের পরিবার থেকেও সচেতন হতে হবে।

এছাড়া প্রবাসে থেকেও যারা দেশের বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালাচ্ছে তাদের ব্যাপারে পুলিশ, পররাষ্ট্র মন্ত্রনালয় ও ইন্টারপোল একসাথে কাজ করছে বলে জানান তিনি।

এর আগে আইজিপি সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা ভবনের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।