পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢলে আবারো বাড়ছে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, কুশিয়ারা সহ ২৬ টি নদ নদীর পানি।

শনিবার (১৫ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

ইতিমধ্যে গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আরমাত্র ১৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেই সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার ফলে উজান থেকে পাহাড়ি ঢল নামছে। এই ঢলের পানিতে সুনামগঞ্জের সকল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমনকি পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকলে আজকের মধ্যেই নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হবে এবং সুনামগঞ্জে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে।

এদিকে, দ্রুত নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতংকে সময় পার করছেন সুনামগঞ্জ জেলার ২৫ লাখ বাসিন্দা।

সুনামগঞ্জ শহরের বাসিন্দা আফজাল হোসেন বলেন, ২০২২ সালে ১৪ জুন থেকে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়তে থাকে। পরে ১৫ জুন জেলার সকল নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এবং ১৬ জুন পুরো জেলার ২৫ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েন এবং পুরো শহর ঢলের পানিতে তলিয়ে যায়। এ জন্য জরুরি ভিত্তিতে যেন আমাদেরকে বন্যা পূর্বাভাস জানিয়ে দেয়া হয় যাতে করে আমরা প্রস্তুতি নিয়ে রাখতে পারি বা বন্যা আশ্রয় কেন্দ্রে যেতে পারি।