দেশের আকাশে আজ কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার বাংলাদেশ ঈদুল ফিতর পালিত হবে। ইতোমধ্যে সারাদেশের মতো সিলেটও প্রস্তুত রয়েছে ঈদগাহ ও মসজিদগুলো।
সিলেটের পাঠানটুলা এলাকায় অবস্থিত নবাবী ঈদগাহে এবার প্রথমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে বয়ান পেশ ও ইমামতি করবেন মুফতি মাওলানা আহমদ আলী।
সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিতব্য এই ঈদের জামাতে অংশ নিতে নগরবাসীকে আহ্ববান জানিয়েছেন ঈদগাহের মোতায়াল্লি আব্দুল হাদী নোমান এবং পাঠানটুলা মোহনা সমাজকল্যাণ সংস্থার সভাপতি এবং এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুর রাজ্জাক খান রাজা। ইতোমধ্যে ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ১৮৯৭ সালে নবাবি মসজিদটি বড় ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়৷ পরে ২০১২ সালে এখানে ফের মসজিদ নির্মাণ এবং ২০২৩ সালের ৩ মার্চ থেকে সিসিকের অর্থায়নে নবাবী ঈদগাহের কাজ শুরু হয়৷
এই ঈদগাহে একত্রে ৫ হাজার মুসল্লি জামাত আদায় করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷