সিলেটের ছয়টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদার আসন সিলেট-১ আসনে। সিলেট সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড, সাত ইউনিয়ন ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত সিলেট-১ আসন। এরমধ্যে বেশিরভাগ এলাকাই সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন।
এছাড়াও সিলেট-২ ও সিলেট-৩ আসনের কিছু অংশও এসএমপির আওতাভূক্ত। ভোটের দিনের নিরাপত্তায় তাই ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সিলেট-১ আসনসহ তিনটি আসনের এসএমপির আওতাধীন এলাকাগুলোতে মোট ২৯৪ ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোট ২০৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৮৮ টি সাধারণ কেন্দ্রের দায়িত্বে থাকবেন ৩ জন করে মোট ২৬৪ জন পুলিশ সদস্য। আর ২০৬ টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে দাযিত্বে থাকবেন ৪ জন করে ৮২৪ জন।
এছাড়া ৬০ টি মোবাইল টিমে ৬ জন করে মোট ৩৬০ জন পুলিশ সদস্য টহল দেবেন নির্বাচনী এলাকায়। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৮ জন করে আরও ১২৬ জন থাকবেন ৭ টি থানায়।
এর বাইরে ৪৭৬ জন পুলিশ সদস্য নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্ব যেমন- ম্যাজিস্ট্রেটের সাথে ভ্রাম্যমাণ আদালতে, পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।