আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ২৭ নভেম্বর বৈঠকের সময় চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে সংস্থাটি।
জানা যায়, বুধবার (২২ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সিইসির কাছে বৈঠকের সময় চেয়ে মেইল করেন। ই-মেইলে হোয়াইটলি সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোপূর্বে মতবিনিময় করায় ইসিকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দফতরে একটি সভায় অংশ নিতে সুযোগ চাই।
আগামী ২৭ নভেম্বর বিকাল ৩টায় বৈঠকের জন্য সময় চেয়েছে ইইউ। তবে ওই ই-মেইলে আলোচনার জন্য নির্দিষ্ট এজেন্ডা উল্লেখ করেনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারিত রয়েছে। মনোনয়নপত্র দাখিলের দুদিন আগে ২৭ নভেম্বর বৈঠকের সময় চাইলো ইইউ। বুধবার পর্যন্ত বৈঠকের বিষয়ে ইসি সিদ্ধান্ত জানায়নি।
উল্লেখ্য, এবার নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন চার সদস্যের একটি কারিগরি পর্যবেক্ষক টিম পাঠানোর কথা জানিয়েছে। আর্থিক সংকটের কারণ দেখিয়ে তারা বড় আকারে পর্যবেক্ষক দল পাঠাবে না বলে ইসিকে জানিয়েছে।