দীর্ঘদিন পর দেশে ফিরে নিজ এলাকায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। গতকাল বুধবার দক্ষিণ সুরমার রায়বান গ্রামে সিলেট-৩ আসনের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও শুভান্যুধায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এ ভালোবাসায় সিক্ত হন।
এ সময় ব্যারিস্ট্রার সালাম বলেন- গত ১৬ বছর বাকশালের উত্তরসূরি প্রেতাত্মা পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ধূলিস্যাৎ হয়ে গেছে দেশের সমস্ত অর্জন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই অবস্থা থেকে দেশকে উত্তরণ করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। ব্যারিস্টার সালাম বলেন, তারেক রহমান রাজনীতির গুণগত পরিবর্তন চান। দলের নেতাদের সমন্বয়ে টিম গঠন করে জনগণের দ্বারে দ্বারে পাঠাচ্ছেন। জনগণকে সচেতন করে একই সঙ্গে তাদের আশা আকাঙ্কা জানতে এবং জনগণের আশা আকাঙ্কাকে ধারণ করে তিনি নতুন বাংলাদেশ গড়তে চান। পতিত ফ্যাসিবাদ যেমন দুর্নীতি অনাচার করেছে, তেমনটি যেন বিএনপি নেতাদের মধ্যে না হয় তার জন্য তিনি সর্বদা সজাগ দৃষ্টি রাখছেন। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন। ব্যারিস্টার সালাম বলেন- তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি জনস্বার্থমূলক দিকনির্দেশনা দিয়েছেন সবসময়। বিশেষ করে করোনাকালীন সময় এবং পরবর্তীতে বন্যা ও দূর্যোগ মোকাবিলায় সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন তিনি। লক্ষ লক্ষ নেতাকর্মীকে জাতির দুঃসময়ে জনগণের পাশে দাঁড় করিয়েছেন তিনি। তারেক রহমান একজন প্রকৃত দেশপ্রেমিক এবং বিনয়ী রাজনীতিবিদ। অতীতের ভিত্তির উপর দাঁড়িয়ে বর্তমান এবং ভবিষ্যৎ রচনা করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি হাজী শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, চাকসুর সাবেক ভিপি মামুনুর রশীদ মামুনসহ সিলেট জেলা ও মহানগর এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।