লেবাননে চলমান সংঘাতের প্রেক্ষিতে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে লেবাননের ভূখণ্ড ছাড়ার আহ্বান জানিয়েছে সৌদি দূতাবাস। এছাড়া লেবাননে তাদের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা মেনে চলারও নির্দেশনা দিয়েছে দেশটি।
শনিবার (৫ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সৌদি দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব তার নাগরিকদের লেবাননে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে। তবে কোন কোন এলাকায় চলাফেরা নিষিদ্ধ তা এখনও নির্দিষ্ট করে দেয়নি।
বিবৃতি অনুযায়ী, সৌদি নাগরিকদের যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দূতাবাস কয়েকটি ফোন নম্বরও দিয়েছে।
এর আগে পহেলা আগস্ট লেবাননের জন্য ভ্রমণনীতি আপডেট করে যুক্তরাজ্য। অতিপ্রয়োজন না হলে লেবাননের দক্ষিণের আইন এল-হিলওয়েহ শিবিরের কাছে ভ্রমণ না করার পরামর্শ দেয় তারা।
শিবিরের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, শিবিরে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের রাজনৈতিক দল- ফাতাহ এবং কট্টর উগ্রপন্থিদের মধ্যে ২৯ জুলাই শুরু হওয়া লড়াইয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই জঙ্গি।
ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুসারে, লেবাননের ১২টি ফিলিস্তিনি শিবিরের মধ্যে আইন এল-হিলওয়েহ সবচেয়ে বড়। লেবাননে অবস্থানরত আড়াই লাখ ফিলিস্তিনি শরণার্থীর মধ্যে অন্তত ৮০ হাজারের বসবাস এ শিবিরে।