আলোচনা সভা, র্যালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া ও উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের সাথে নিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিকের সঞ্চালনায় এবং উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া।
প্রধান অতিথি উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন. আমাদের মধ্যে ঐক্যই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সভাপতি প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ অর্জন করেছি। তাই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে বর্তমান প্রজন্মকেও উক্ত চেতনা ধারণ করে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখতে হবে।
সভায় আরও বক্তব্য দেন, আয়োজক কমিটির আহ্বায়ক আইন ও বিচার বিভাগের প্রধান ড. মো. নাহিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান তাসনিম জাহান এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান শামিম আল আজিজ লেলিন।
পরে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি শুরু হয়। উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের নেতৃত্বে চৌহাট্টাস্থ শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে এ কর্মসূচি সম্পন্ন হয়।