দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রাখার লক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৫ অক্টোবর) বিকালে নবীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার এর নেতৃত্বে উপজেলার পৌর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় প্রয়োজনীয় দ্রব্যাদিসহ সবজি বাজার মনিটরিং, পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা ও নির্ধারিত মূল্যে সবজি বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় ০৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার বলেন, এরকম অভিযান অব্যাহত থাকবে।