নবীগঞ্জে আমড়াখাইর লাল সবুজ যুব সংঘের উদ্যোগে বৃত্তি প্রদান

হবিগঞ্জের নবীগঞ্জে সামাজিক সংগঠন আমড়াখাইর লাল সবুজ যুব সংঘের উদ্যোগে উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

প্রায় দুইশো শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে মোট ২০ জন শিক্ষার্থী পাস করে।

মেধাস্থানে থাকা ২০ শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে পুরস্কারের ক্রেস্ট, সনদপত্র ও শীতবস্ত্র প্রদান করা হয়।

শনিবার (২৫ নভেম্বর ) বিকালে আমড়াখাইর লাল সবুজ যুব সংঘের প্রধান উপদেষ্টা আবুল হোসেন এর সভাপতিত্বে ও এবিসি ইন্টারন্যাশনাল স্কুল নবীগঞ্জ এর সহকারী শিক্ষক জাবেদুর রহমানের পরিচালনায় বাজার সংলগ্ন মাঠে বৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আমড়াখাইর লাল সবুজ যুব সংঘের সভাপতি সাহেদ আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০১ নং বড় ভাকৈর (পশ্চিম ) ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গলাল দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ০২ নং বড় ভাকৈর (পুর্ব ) ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা, বিবিয়ানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু মনি সরকার, নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও আমড়াখাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমেষ চন্দ্র দাশ, নবীগঞ্জ থানার এএস আই জামাল হোসেন, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, লুৎফুর রহমান, আল আমিন আহমেদ সাজু, জুনেদ আহমেদ, সৈয়দ শোয়েব আলী, ডা. রথীন্দ্র বৈঞ্চব প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সংবাদকর্মী, শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন।