নদী ভাঙন রোধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জকিগঞ্জবাসীর মানববন্ধন

বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল জকিগঞ্জ। ভারতের বরাক নদী থেকে সুরমা-কুশিয়ারা নদীর উৎপত্তি, প্রতিবছর নদীর ভাঙনে বর্ষা মৌসুমে নির্ঘুম রাত কাটাচ্ছে জকিগঞ্জের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। নদীর পানির প্রবল স্রোতে বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর, ফসলী জমি, কৃষিজমি, কাঁচা-পাকা রাস্তা, গাছপালাসহ নানা স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

সুরমা-কুশিয়ারার ভাঙন রোধ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবীতে শনিবার (৬ জুলাই) বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ। বন্যা প্রতিরোধ ও দূর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ৬ দফা লিখিত বক্তব্য পাঠ করেন সিলেটের সচেতন জকিগঞ্জবাসীর সমন্বয়ক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল।

বর্ষা মৌসুমে প্রতি বছরই নদীর বাঁধ ভাঙনে ঘর-বাড়ি, স্থাপনা, ফসলি জমি ও পরিবেশ বিপর্যয় ঘটছে। বাড়ছে ভূমিহীন মানুষের সংখ্যাও। তাই নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে জকিগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।