সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম বলেছেন- ‘সিলেট ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত। এই সম্প্রীতিকে অক্ষুণ্ন রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।’
বুধবার (২৭ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সিলেটের বিশিষ্ট নাগরিক ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। সিলেটের ধর্মীয় সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব না ছড়ানো এবং মাদক প্রতিরোধে সকলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রশংসা করেন এবং তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন।