সুনামগঞ্জের ধর্মপাশায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও তাঁদের স্মরণে আলোচনা সভা করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) উপজেলার সুখাইড় উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সুনামগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো দেশে-বিদেশে বসে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওই অপশক্তিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। তবেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ।
সেলিম আহমেদ আরও বলেন, সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে তার মেধা প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে সোনার বাংলায় পরিণত করছিলেন। এসব সহ্য করতে না পেরে ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। তাকে হত্যা করে এদেশকে পিছিয়ে দেওয়া হয়। অবশেষে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত ‘সোনার বাংলা’ গড়ার কাজ শুরু করেন।
সুখাইড় উত্তর ইউপি সদস্য বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, ইউপি সদস্য দুর্জয় বর্মন লিটন, জয়শ্রী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ দাস, উপজেলা ছাত্রলীগ নেতা বাঁধন সরকার, জামালগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রেজওয়ান আহমেদ জনি প্রমুখ।
সিলেট ভয়েস/এএইচএম