সুনামগঞ্জের ধর্মপাশায় উন্নয়নের জন্য কার্যকরী যোগাযোগ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা এপি’র অর্থায়নে পার্টিসিপেটরী একশন ফর রুরাল ইনোভেশন (পারি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
শুক্রবার সকাল ১১টায় শুরু হওয়া এ প্রশিক্ষণ শনিবার বিকেলে সমাপ্ত হয়। এতে পারি’র ইউনিয়ন পর্যায়ে গঠিত যুব ফোরামের ২৫ জন সদস্য অংশ গ্রহণ করে।
প্রথমদিন প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ, ফটো ও ভিডিও তৈরি এবং উপস্থাপন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন সমকাল প্রতিনিধি এনামুল হক এনি। একই বিষয়ে দ্বিতীয় দিন প্রশিক্ষণ প্রদান করেন যায়যায়দিন প্রতিনিধি সেলিম আহমেদ।
পারি’র কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার বিদ্যুৎ মাংসাংয়ের তত্বাবধানে পরিচালিত প্রশিক্ষণে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, স্পন্সরশিপ এন্ড চাইন্ড প্রোটেকশন ফ্যাসিলিটেটর জামিয়া সুলতানা ও লার্নিং রুটস সুপারভাইজার মো. সোহাগ আলম মজুমদার।