দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফর আলী, এসআই মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা উস্তার আলী, নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিতারা মিয়া, মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন, তাজুল ইসলাম, আব্দুল খালেক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা করেন।
এসময় বক্তারা আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুকে ৭৫ এর ১৫ আগস্ট কাল রাত্রিতে স্বপরিবারে হত্যার পর ভেবেছিল বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নকে মুছে দিবে সেই লক্ষে খুনিরা বঙ্গবন্ধুর শিশু পুত্র শেখ রাসেলকেও হত্যা করেছিল। তবে তাদের সেইস্বপ্নকে বাস্তবায়িত করতে দেননি বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনা।