দোয়ারায় হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে কৃষকদের গণশুনানি

দোয়ারাবাজার উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ প্রকল্প বাস্তবায়নে পিআইসি কমিটির আবেদনের আহ্বানে কৃষক সমাবেশের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের কানলার হাওরে ও বিকালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের নাইন্দার হাওরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মনিটরিং কমিটির উদ্যোগে আয়োজিত, পানি উন্নয়ন বোর্ড পাউবোর মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার, নদী, খাল, পূর্ণ খননের জন্য সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ এর (২.২) অনুচ্ছেদ মোতাবেক ২০২২/২০২৩ অর্থ বছরের কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কল্পে। পানি উন্নয়ন বোর্ড পাউবোর অন্তর্ভুক্ত ফসল রক্ষা বাঁধের কাজ, পিআইসি কমিটির মাধ্যমে আগামী ১৫ ডিসেম্বরের বাঁধের কাজ উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁধ নির্মাণে প্রকৃত কৃষককে পিআইসি করা হবে।

শুধুমাত্র বাঁধের ভিতরে যার জমি আছে তারাই এই পিআইসি কাজ করার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের মনিটরিং কমিটির সভাপতি ফারজানা প্রিয়াংকা। এছাড়াও কোনো পিআইসি‍’র‍ নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে এবং অনিয়ম দুর্নীতির আশ্রয় নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন উপস্থিত কৃষকগণকে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) আবু সায়েম মো. সাফিউল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন খান, উপজেলা প্রকৌশলী দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, সদর ইউনিয়নে চেয়ারম্যান মো. আব্দুল হামিদ, মোশাররফ হোসেন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবুল মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. ছালিক মিয়া, আব্দুল জলিল, ইউপি সদস্য মিজানুর রহমান, আলিমুদ্দিন, আব্দুল রাজ্জাক ভুট্টো, সিরাজুল ইসলাম, আব্দুল জলিল, আহসান উদ্দিন, মনির উদ্দিন, ইউপি সদস্যা জোৎস্না রানী দাস, জাহান আরা বেগম, শেফালি বেগম, জামাল হোসেন, মো. এখলাছুর রহমান ফরাজি, আওয়ামী লীগ নেতা বজলুল মামুন প্রমুখ।