দোয়ারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের কমপ্লেক্সের সামনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন।

অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি বুধবার পর্যন্ত তিন দিনব্যাপী ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করেছে। এতে কেন্দ্রীয়ভাবে নানা অনুষ্ঠান শেষে দোয়ারাবাজার উপজেলা পর্যায়ে ফায়ার স্টেশনে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রয়াংকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর, দোয়ারাবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান, স্টেশন লিডার ফাহিম আহমদ, ফায়ার ফাইটার বিল্লাল হোসেন, ফারুক আহমেদ, সাজেদুল হক চৌধুরী, মো. মেহেদী হাসান মামুন, মো. জজ মিয়া, সাজ্জাদুর রহমান, পিয়ার মিয়া, ইমন মিয়া, সুবাস মিয়া, আল-আমিন, মো. মিসবাহ উদ্দিন, তাজুল ইসলাম, বাবুর্চি মো. ইছানুর রহমান প্রমুখ।