দোয়ারাবাজারে ৮৭ ভূমিহীন পেলেন মাথা গোঁজার ঠাঁই

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৮৭ ভূমিহীন পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ মোর্শেদ মিশুর সভাপতিত্বে এবং দোয়ারাবাজার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রব্বানী চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন পরিবারের মাঝে আজ সারাদেশে মোট ২২১০১টি জমি ও ঘর হস্তান্তর করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শেখ মোঃ মহসিন, উপজেলা প্রানীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার ছানা, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, বেগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আম্বিয়া আহমেদ, সাবেক দোহালিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন প্রমুখ।